দু’টি কম্পিউটারের ভেতর যোগাযোগ স্থাপনের জন্য কম্পিউটার নেটওয়ার্কিং ধারণার উদ্ভব। কিন্তু এই প্রযুক্তির সর্বচ্চ উৎকর্ষ ইন্টারনেট মানুষের সামনে খুলে দিয়েছে এক বিশাল ভার্চুয়াল জগৎ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (www) প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন ও সম্ভাবনা। ডেক্সটপ সফটঅয়্যার ডেভেলপমেন্ট ছাপিয়ে এখন ওয়েব ডেভেলপমেন্ট হয়ে উঠছে সময়ের চাহিদা। যে সফটয়্যারগুলো আমরা একসময় ডেস্কটপে বা ল্যাপটপে ইন্সটল করে ব্যবহার করতাম, সেই সফটঅয়্যারগুলোর এখন ওয়েব ভার্সনও তৈরি হচ্ছে সময়ের চাহিদার কারণে। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই সফটঅয়্যারগুলো আমার ব্রাউজার দিয়েই ব্যবহার করতে পারি।
এমন কিছু প্রয়োজনীয় সফটঅয়্যারের ওয়েব বিকল্পগুলো নিয়ে আমাদের আজকের এই লেখা –
ফটো এডিটর
একটা সময় ছিল উইন্ডোজ ইন্সটল করার পর পর আমরা যে কয়টি সফটঅয়্যার ইন্সটল করতাম তার মধ্যে ফটোশপ ছিল অন্যতম। অথচ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ছাড়া ফটোশপ আমরা সাধারণত ইমেজ ক্রপিং, রিসাইজিং ইত্যাদি ছোট ছোট কাজে ব্যবহার করে থাকি। এর জন্য ফটোশপের মতো মোটামুটি বড় ও ভারী একটি সফটঅয়্যার পিসিতে ইন্সটল করে রাখতে হয়। কিন্তু তা না করতে চাইলে আমরা এখন অনলাইন গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটরের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করে অনেক কিছুই করতে পারি। এমন জনপ্রিয় কিছু ওয়েব অ্যাপ্লিকেশন হলো –
canva.com fotor.com photopea.com pixlr.com
—